বগুড়া-২ আসনে মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের আহ্বায়ক ও দলটির মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১১ জানুয়ারি) ইসিতে আপিল শুনানি শেষ এ ঘোষণা দেওয়া হয়।
এর গত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বগুড়ায় রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান মান্নার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তা জানিয়েছিলেন, ‘বগুড়া-২ আসনের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার হলফনামায় নানা অসংগতি রয়েছে। তিনি হলফনামায় ফৌজদারি মামলার কোনো তথ্য দেননি। হলফনামায় যে এফিডেভিট দিয়েছেন তা সম্পাদনের এক দিন পর তিনি স্বাক্ষর করেছেন। তিনি সম্পদ বিবরণীর ফরম দাখিল করেননি। এসব অসংগতির কারণে তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।’
যদিও পরবর্তীতে রিটার্নিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে আপিল করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক।











