ফ্যাসিস্টদের গ্রেফতারের দাবীতে বান্দরবানে অগ্নিসংযোগ ও ছাত্রজনতার বিক্ষোভ
বান্দরবান প্রতিনিধি।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদীর ওপর হামলার ঘটনায় জড়িত হালারীদের গ্রেফতারে ব্যর্থতা এবং সার্বিক জননিরাপত্তার অবনতির অভিযোগে বান্দরবানে সাধারণ ছাত্রজনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৯ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এই বিক্ষোভ মিছিলটি শহরের বাজার এলাকা প্রদক্ষিণ করে শহীদ আবু সাইদ মুক্ত মঞ্চের সামনে এসে শেষ হয়। সেখানে অংশগ্রহণকারী ছাত্রজনতার নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করে বলেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা সাহসের সঙ্গে কথা বলে, তাদের ভারত সহ্য করতে পারে না। ফলে পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হচ্ছে। শহীদ শরীফ ওসমান হাদীর ওপর হামলাও এরই ধারাবাহিকতা বলে দাবি করেন তারা।
সমাবেশে বক্তারা আরও বলেন, ঘটনার দীর্ঘ সময় পার হলেও হামলার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের এখনো গ্রেফতার করা হয়নি, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রমাণ। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বাড়ছে।
এ সময় বক্তারা হামলার সঙ্গে জড়িত আওয়ামী লীগের দোসরদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা আরো বলেন ফ্যাসিস্ট সরকারের অন্যতম দোসর ও সাবেক পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এখনো ঘরে ঘুমাচ্ছে কিভাবে…! বক্তারা অবিলম্বে তাকে গ্রেফতার করে শাস্তির দাবী জানান। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা ও দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হলেও বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।











