ঢাকা | নভেম্বর ২৬, ২০২৫ - ৮:৪৯ অপরাহ্ন

শিরোনাম

ফ্যাসিবাদ–চাঁদাবাজির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডাকসু ভিপি সাদিক কায়েমের

  • আপডেট: Wednesday, November 26, 2025 - 7:45 pm

খাগড়াছড়ি প্রতিনিধি ।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)–এর ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, ফ্যাসিস্ট ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে এখন থেকে কঠোর অবস্থান নেওয়া হবে। তিনি বলেন “ঢাকা বা খাগড়াছড়ি কোথাও ফ্যাসিস্টদের আর জায়গা হবে না।”

বুধবার (২৬ নভেম্বর ২০২৫) খাগড়াছড়ি আরামবাগ বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রাক্তন ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ভিপি কায়েম বলেন, পাহাড়ের শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব গড়ে তুলবে। চাঁদাবাজি, নৈরাজ্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিটি মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন “অন্যায়ের সামনে নীরবতা নয়, নিজের অবস্থান থেকেই প্রতিবাদ গড়ে তুলতে হবে।”

মাদ্রাসা জীবনের স্মৃতি স্মরণ করে তিনি জানান, এ মাদ্রাসাকে ঘিরে অতীতে ষড়যন্ত্র হলেও এখান থেকেই দেশের নেতৃত্ব সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতেও হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি লেয়াকত আলী চৌধুরী। উপস্থিত ছিলেন ডাকসুর অমর একুশে হল এজিএস উবায়দুর রহমান হাসিব, বিজয় একাত্তর হল ভিপি হাসান আল বান্না, অধ্যক্ষ মাওলানা আবু ওছমান ও জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আবদুল মোমেন।

অনুষ্ঠান শেষে তাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে চট্টগ্রাম–মানিকছড়ি–গুইমারা–মাটিরাঙ্গা এলাকায় মোটরবাইক বহরে পথসভা ও শুভেচ্ছা বক্তব্য দেন ভিপি সাদিক।