ঢাকা | সেপ্টেম্বর ৪, ২০২৫ - ৮:২৪ অপরাহ্ন

শিরোনাম

ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে হবে: মাহমুদুর রহমান

  • আপডেট: Thursday, September 4, 2025 - 11:47 am

চট্টগ্রাম ব্যুরো।। চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত জুলাই ছাত্র গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা ও হাসিনার ফ্যাসিবাদ নিবাসন থেকে দেখা শীর্ষক আলোচনায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ফ্যাসিবাদ পতনে কেউ একা সফল হয়নি। এনসিপি, বিএনপি ও জামায়াতের সমন্বিত ভূমিকা এবং সাধারণ জনগণের সহযোগিতায়ই এই পতন সম্ভব হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ঐক্য না থাকে, তাহলে আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে।

তিনি দাবি করেন, বাংলাদেশে প্রায় ১৬ বছর ধরে ফ্যাসিবাদী শাসন চলেছে, যেখানে জনগণের অধিকার হরণ, দমন-পীড়ন এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিক্রির মতো ঘটনা ঘটেছে। তার মতে, এই ফ্যাসিবাদের পেছনে প্রধান শক্তি ছিল প্রতিবেশী দেশ ভারত। মাহমুদুর রহমান বলেন, জুলাই বিপ্লবে অভ্যন্তরীণ ফ্যাসিবাদী সরকার ও ভারতের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে একযোগে লড়াই হয়েছে, যেখানে গণতন্ত্রপ্রিয় নিপীড়িত জনগণ জয়ী হয়েছে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে যারা আন্দোলনে অংশ নিয়েছে, তারা কেউ সরকারে যাবে, কেউ বিরোধী দলে থাকবে। কিন্তু রাষ্ট্রের স্বার্থে ফ্যাসিবাদবিরোধী অবস্থানে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” তিনি সতর্ক করেন, রিফাইন্ড আওয়ামী লীগ বা জাতীয় পার্টির নামে কোনো ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনেওয়াজ এবং স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি। বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ১/১১ সময়ে গণতন্ত্রের স্বার্থে কালো মাস্ক পরে মানববন্ধন করেছিলাম। সেই সময় মাহমুদুর রহমান গর্জে না উঠলে রাজনৈতিক নেতাদের মুক্তি কঠিন হতো।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আমার দেশ এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব খুরশীদ জামিল চৌধুরী, কালের কণ্ঠ এর ব্যুরো প্রধান মুস্তফা নঈম, এ্যাবের সভাপতি প্রকৌশলী জানে আলম সেলিম, বাংলাদেশ টাইমস এর বিভাগীয় সম্পাদক সালেহ নোমান, সাংবাদিক মঈমুদ্দিন কাদেরী সওগত, মাহবুবুল মওলা রিপন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ফাতেমা খানম লিজা।

সাংস্কৃতিক ফ্যাসিবাদ প্রসঙ্গে মাহমুদুর রহমান বলেন, স্বাধীনতার পর থেকেই গণমাধ্যমে সামাজিক সাম্রাজ্যবাদী শক্তির অনুপ্রবেশ ঘটেছে, যার চূড়ান্ত রূপ দেখা গেছে শেখ হাসিনার শাসনামলে। এখনও মিডিয়াকে সেই শক্তির দখল থেকে মুক্ত করা সম্ভব হয়নি এটি আমাদের সবার ব্যর্থতা।

তিনি জুলাই সনদকে জনগণের দাবি হিসেবে উল্লেখ করে বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব দূর করে ঐক্যবদ্ধভাবে সনদ গ্রহণ করতে পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে এবং গণতান্ত্রিক সরকার গঠিত হবে। মাহমুদুর রহমান বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিকে জুলাই-উত্তর বাংলাদেশের তিনটি প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে উল্লেখ করে বলেন, এই তিন দলসহ অন্যান্য রাজনৈতিক শক্তি একসঙ্গে লড়াই করে শেখ হাসিনা ও ভারতীয় সাম্রাজ্যবাদকে পরাজিত করেছে। কাজেই ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে হবে।