ঢাকা | এপ্রিল ৮, ২০২৫ - ৫:১৭ পূর্বাহ্ন

শিরোনাম

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সারা দেশে ধর্মঘটের ডাক

  • আপডেট: Sunday, April 6, 2025 - 6:18 pm
জাগো জনতা অনলাইন।। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ  দেশব্যাপী সাধারণ ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষার্থী ও ছাত্রনেতা। এই ডাকের প্রতি সংহতি জানিয়ে এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগে আগামীকাল ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে।
আজ বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে গাজায় গণহত্যার বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিনের দাবিতে সংহতি সমাবেশের আহ্বান জানিয়েছে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ নামের একটি প্ল্যাটফর্ম। তারা আজ বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সংহতি ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে। এক বার্তায় প্ল্যাটফর্মটি এ কর্মসূচির কথা জানিয়েছে।
প্ল্যাটফর্মটির বার্তাপ্রেরক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রেজওয়ান আহমেদ রিফাত বলেন, ‘ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে আগামীকাল বিশ্বব্যাপী হরতাল পালন হচ্ছে। নিউইয়র্কে জাতিসংঘের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। সারা বিশ্বের মুক্তিকামী মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই প্রতিবাদে অংশ নেওয়ার আহ্বান থাকছে।’
এ কর্মসূচি সফলের আহ্বান জানিয়ে নিজেদের ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম।
ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু ফেসবুকে একটি ভিডিও বার্তায় আগামীকাল সারা দেশে ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আপনাদের আহ্বান জানাতে চাই, আপনারা এই ধর্মঘট সফল করুন। আগামীকাল বাংলাদেশে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যেন না চালু হয়, কোনো স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্লাস না হয়, তা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করুন।’
গতকাল দুপুরে ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলনের’ দুই সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ও এ বি যুবায়েরও এ কর্মসূচি সফল করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের প্রতি আহ্বান জানান।
এক ফেসবুক পোস্টে এ বি যুবায়ের বলেন, ‘আগামীকাল বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছেন আমাদের মজলুম গাজাবাসী ভাইবোনেরা। গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের সব দেশে একযোগে স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস ও আদালত বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন তাঁরা। তাঁদের ডাকে সাড়া দিয়ে আগামীকাল সারা দিন বাংলাদেশেও সাধারণ ধর্মঘট পালনের আহ্বান জানাচ্ছি। আগামীকাল আপনারা সব শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানা, অফিস-আদালত বন্ধ রাখুন। ক্লাস-পরীক্ষা বর্জন করুন। চলুন বৈশ্বিকভাবে একযোগে দাবি জানাই, ফ্রি ফ্রি ফিলিস্তিন।’
এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ, অর্থনীতি বিভাগ, আরবি বিভাগ, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ফলিত গণিত, মনোবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতাসহ অনেকগুলো বিভাগ এ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছে। তারা আজকের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে।
মার্কিন দূতাবাস অভিমুখে গণযাত্রার ঘোষণা
ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছেন একদল শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিলটি শুরু হয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ হয়। পরে সেখানে একটি গায়েবানা জানাজাও সম্পন্ন হয়।
এই কর্মসূচি থেকে ৮ এপ্রিল মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় রাজু ভাস্কর্যের সামনে থেকে মার্কিন দূতাবাস অভিমুখে গণযাত্রার কর্মসূচি ঘোষণা করা হয়।
ফিলিস্তিনে হামলার প্রতিবাদ জানিয়ে গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা পড়েন একদল শিক্ষার্থী। টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে
ফিলিস্তিনে হামলার প্রতিবাদ জানিয়ে আজ রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা পড়েন একদল শিক্ষার্থী।
বিক্ষোভ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ বলেন, ‘আমরা অনেক ব্যথা নিয়ে এখানে হাজির হয়েছি। গণহত্যার ভিডিওগুলো যখন সামনে আসে সেগুলো দেখে আমরা নিজেদের ধরে রাখতে পারি না। আমরা দেখেছি, বোমার আঘাতে ফিলিস্তিনের শিশুদের হাড়গুলো কীভাবে উড়ে যাচ্ছে। আমার মুসলিম ভাইয়েরা যখন মরছিল, আরব বিশ্বের নেতারা তখন হাতে চুড়ি পরে বসে ছিল।’
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আগামীকাল সারা দেশে ধর্মঘট সফল করার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আনাস ইবনে মুনির। তিনি বলেন, ‘আমরা ইসরায়েলি পণ্য বয়কট করব এবং ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে দাঁড়াব।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আরিয়ান বলেন, ‘ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াতে আপনাকে মুসলমান হওয়া লাগবে না, মানুষ হওয়া লাগবে।