ফটিকজড়িতে হযরত খোশাল শাহ (রঃ) এর পবিত্র ওরস উপলক্ষে ফ্রি চিকিৎসা সেবা
ফটিকছড়ি, প্রতিনিধি : হযরত খোশাল শাহ (রঃ) জামে মসজিদ পরিচালনা কমিটি ও ওরস কমিটির যৌথ উদ্দ্যোগে পবিত্র ওরশ শরীফ উপলক্ষ্যে ফ্রী খৎনা, কর্ন ছেদন, চক্ষু শিবির ও চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ৯ টা থেকে সারাদিনব্যাপী এ চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়। এতে সার্বিক তত্তাবধানে ছিলেন মোঃ সাঈদুর রহমান , মোঃ শাহজাহান এবং অন্যান্য সদস্যরা। এই চিকিৎসা সেবাতে এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
চিকিৎসা ক্যাম্পের কার্যক্রমের মধ্যে আরো ছিল ব্লাড গ্রুপ নির্ণয়, ফ্রী ডায়াবেটিস পরীক্ষা, ডেন্টাল চেক আপ ও ফ্রী ঔষধ বিতরণ। ওরস কমিটির ব্যবস্থাপনায় চিকিৎসা ক্যাম্পে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করেন শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ হোসেন আল মামুন, ডাঃ মোঃ ইয়াছিন, ডায়াবেটিস ও জেনারেল মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ এম ওয়াই এফ পারভেজ, ডাঃ আসমা হোসেন চৌধুরী, ডাঃ লুৎফুন্নেসা, ডাঃ ইয়াসিন, দন্ত রোগ বিশেষজ্ঞ ডাঃ কোহিনুর আক্তার জেবু । খৎনা বিভাগের দায়িত্বে ছিলেন ডাঃ মোঃ নিয়াজ মোর্শেদ।