ঢাকা | সেপ্টেম্বর ৮, ২০২৫ - ১১:৪০ অপরাহ্ন

শিরোনাম

ফটিকছড়ির ভূজপুর রাবার ড্যাম সড়ক ৬ বছর ধরে অবহেলায়, চরম দুর্ভোগে এলাকাবাসী

  • আপডেট: Monday, September 8, 2025 - 2:19 pm

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি।।  চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর কাজিরহাট বাজার থেকে রাবার ড্যাম সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। প্রায় ৬ বছর ধরে সংস্কারের কোনো উদ্যোগ না থাকায় এলাকাবাসীর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এই সড়কটি বর্তমানে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, জলাবদ্ধতা ও কাদা জমে থাকায় বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়। বিশেষ করে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয়দের মতে, অন্তত ১০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী নিয়মিত এই সড়ক ব্যবহার করেন। এছাড়াও বাজার, অফিস ও কর্মস্থলে যাতায়াতের জন্য এলাকার হাজারো মানুষ এ সড়কের ওপর নির্ভরশীল।

এলাকাবাসীর অভিযোগ, বহু বছর ধরে বিভিন্ন মহল থেকে আশ্বাসের বাণী শোনানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বর্ষায় সড়কটি জলাশয়ে পরিণত হয়, আর শুকনো মৌসুমে ধুলাবালিতে অতিষ্ঠ হয়ে ওঠেন পথচারীরা।

অবহেলায় নষ্ট হয়ে যাওয়া এই গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের দাবি জানিয়ে এলাকাবাসী বলেছেন, ফটিকছড়ির অন্যতম ব্যস্ততম এই রাস্তাটি সংস্কার করা হলে শুধু স্থানীয় জনগণ নয়, পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।