ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক আটক

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি ।। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাহপুর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে ইমন নামের ওই যুবককে আটক করা হয়।
সেনা সূত্রে জানা গেছে, অভিযানে তার কাছ থেকে অস্ত্র ও বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামের বিস্তারিত তালিকা এখনও প্রকাশ করা হয়নি।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধীদের চলাফেরা নিয়ে উদ্বেগ বিরাজ করছিল। সেনাবাহিনীর এ অভিযানের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি নেমে এসেছে।
আটক ইমনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে সেনা সূত্র নিশ্চিত করেছে।