ঢাকা | জানুয়ারী ৯, ২০২৬ - ৩:০১ অপরাহ্ন

শিরোনাম

ফটিকছড়িতে অবৈধভাবে মাটি কর্তন: ৭৫ হাজার টাকা জরিমানা

  • আপডেট: Thursday, January 8, 2026 - 6:36 pm

ফটিকছড়ি প্রতিনিধি।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অবৈধভাবে মাটি কর্তন ও জমির শ্রেণি পরিবর্তনের দায়ে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের বাংলা বাজার সংলগ্ন এলাকায় বিনা অনুমতিতে মাটি কর্তনের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে মো. কামাল (৪৪), সাং হারুয়ালছড়ি, নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় ৭৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।
এ সময় ভুজপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।