ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৫ - ৮:৪৯ অপরাহ্ন

শিরোনাম

প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগ কুড়িগ্রামে কম্বল বিতরণ

  • আপডেট: Wednesday, December 24, 2025 - 6:54 pm

জাগো জনতা অনলাইন।। চট্রগ্রাম প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে এবং কুড়িগ্রাম জেলা আনসার-ভিডিপির তত্ত্বাবধায়নে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

আহত বুধবার +২৪ ডিসেম্বর) জেলা আনসার-ভিডিপি কার্যালয় মাঠে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের, রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস।

তিনি বলেন, বাংলাদেশ আনসার-ভিডিপি বাহিনী দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় সর্বদা প্রস্তুত রয়েছে। পাশাপাশি মানবিক দায়িত্ববোধ থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। তাই এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।

তিনি আরও বলেন, বর্তমান তীব্র শৈত্যপ্রবাহে অসহায় মানুষের কষ্ট লাঘবে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল, চট্টগ্রাম কার্যপর্ষদের ব্যবস্থাপনায় শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের সহযোগিতায় এবং আনসার-ভিডিপির তত্ত্বাবধায়নে এই শীতবস্ত্র বিতরণ একটি প্রশংসনীয় উদ্যোগ। তিনি তাদের প্রতি ধন্যবাদ জানান।

 

আনসার-ভিডিপির কুড়িগ্রাম জেলা কমান্ড্যান্ট এ. এস. এম. সাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম ৩৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. কামারুজ্জামান, আনসার- ভিডিপির রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম ও আনসার-ভিডিপির লালমনিরহাট কমান্ড্যান্ট মো. সহিদুল ইসলাম প্রমুখ।

 

এসময় অনুষ্ঠানের সভাপতি উপস্থিত সকলকে ধৈযধারণ করে শীত বস্ত্র গ্রহণের পরামর্শ দেন। তিনি সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে আরও শীতবস্ত্র বিতরণে সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

 

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা এলাকা থেকে আগত এক হাজার ছয়শত সুবিধা বঞ্চিত মানুষ ও শীতার্ত বয়স্ক আনসার-ভিডিপি সদস্য ও সাধারণ জনগণের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

 

অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে সদস্যরা জানান, শীতবস্ত্র পেয়ে তারা অনেক খুশি। উপকারভোগীরা শীতবস্ত্র পেয়ে আয়োজকদের ও সহায়তাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।