প্রাতিষ্ঠানিক নেটওয়ার্কিং জোরদারে ঢাবি–পূবালী ব্যাংকের সমঝোতা স্মারক
জাগো জনতা অনলাইন।। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পূবালী ব্যাংক পিএলসির মধ্যে কো-ব্র্যান্ডেড কার্ডের শীর্ষক এক সমঝোতা স্মারক সই হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী।
চুক্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে সই করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং পূবালী ব্যাংকের পক্ষে সই করেন ডেপুটি জেনারেল ম্যানেজার ও হেড অব কার্ড বিজনেস এন. এম. ফিরোজ আলম। এই চুক্তির মাধ্যমে প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপকৃত হবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, জগন্নাথ হলের প্রভোস্ট দেবাশীষ পাল এবং উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার মুনসী শামস উদ্দিন আহম্মদ।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, বিশ্ববিদ্যালয় ও সমাজের পারস্পরিক সম্পর্ক যত সুদৃঢ় হবে, প্রতিষ্ঠান তত শক্তিশালী হবে।
তিনি উল্লেখ করেন, পূবালী ব্যাংকের মতো কমিউনিটি-ভিত্তিক প্রতিষ্ঠানের সহযোগিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বান্ধব উদ্যোগ বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে। উপাচার্য পূবালী ব্যাংকের বর্তমান নেতৃত্বের পেশাগত সততা, প্রযুক্তিনির্ভর দৃষ্টিভঙ্গি এবং সমাজে তাদের অর্জিত আস্থার প্রশংসা করেন।
তিনি বলেন, যেকোনো প্রতিষ্ঠানের সফলতা সমাজের গ্রহণযোগ্যতার ওপর নির্ভরশীল। ভবিষ্যতে ডিজিটাল সেবা সম্প্রসারণ, সক্ষমতা উন্নয়ন এবং শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে যৌথ কার্যক্রম বিকাশে উভয় প্রতিষ্ঠানের সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।











