ঢাকা | ডিসেম্বর ১৯, ২০২৫ - ২:৩০ অপরাহ্ন

প্রশাসনের অনুমতি না মেলায় সিঙ্গাপুরে হাদির জানাজা বাতিল, হতাশ প্রবাসীরা

  • আপডেট: Friday, December 19, 2025 - 11:42 am

জাগো জনতা অনলাইন।। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির জানাজা বৃহস্পতিবার সকাল ১০টায় সিঙ্গাপুরের মসজিদ আঙ্গুলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে প্রশাসনের অনুমতি না পাওয়ায় তা বাতিল করা হয়েছে।

শুক্রবার (১৯ নভেম্বর) সকাল ৮টা থেকে সিঙ্গাপুরের বিভিন্ন অঞ্চল থেকে প্রবাসীরা মসজিদের সামনে জড়ো হতে থাকেন। জানাজা অনুষ্ঠিত না হওয়ায় হতাশ ও ভারাক্রান্ত মনে তাদের ফিরে যেতে হয় তাদের।

 

জানাজার জন্য আসা এক প্রবাসী গণমাধ্যমকে বলেন, শহিদ ওসমান হাদির জানাজা পড়ার জন্য আমি ফজরের নামাজের পরপরই এখানে হাজির হয়েছি। কিন্তু সিঙ্গাপুরের নিরাপত্তাজনিত কারণে আমাদের সেই কাঙ্ক্ষিত আশাটি পূরণ হয়নি। সিঙ্গাপুরে বিভিন্ন সেক্টরে কর্মরত ও কমিউনিটির লোকজন এখানে জড়ো হই, কিন্তু দুর্ভাগ্য আমরা জানাজাটি পড়তে পারিনি। তবে, আমাদের দোয়া থাকবে শহিদ হাদির জন্য।

প্রবাসীরা বলেন, আমরা সিঙ্গাপুর প্রবাসীরা শহিদ হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার পরিবার, ইনকিলাব মঞ্চের সহযোদ্ধা-সহকর্মী এবং জুলাই আন্দোলনের সবাইকে সমবেদনা জানাচ্ছি।

 

এদিকে, হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে এসে পৌঁছাবে। পরে শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে।

 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করা হবে। ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

সংগঠনটি জানিয়েছে, বাংলাদেশে ওসমান হাদির দ্বিতীয় জানাজা শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দেশবাসীকে এই জানাজায় শরিক হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।