ঢাকা | জানুয়ারী ২৮, ২০২৬ - ৮:২৬ অপরাহ্ন

শিরোনাম

প্রথমবারের মতো জেলার সব ভোটকেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে: জেলা প্রশাসক মো. আ. মান্নান

  • আপডেট: Wednesday, January 28, 2026 - 6:56 pm

এ. আর. আব্বাস সিদ্দিকী (কুতুবদিয়া)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে কক্সবাজার জেলায় প্রথমবারের মতো সব ভোটকেন্দ্রকে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনা হচ্ছে। ফলে কুতুবদিয়া উপজেলার ৩৮টি ভোটকেন্দ্রও সিসি ক্যামেরার আওতায় থাকবে।
বুধবার সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নান এসব কথা বলেন।
এ সময় তিনি নির্বাচনী ভোটগ্রহণকারী কর্মকর্তাদের আইনশৃঙ্খলা রক্ষা, ব্যালট ব্যবস্থাপনা ও নির্বাচনসংক্রান্ত বিধি-বিধান এবং দায়িত্ব পালন বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকলকে দায়িত্বশীল হয়ে কাজ করার নির্দেশনা দেন।
অনুষ্ঠানে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আ. আজিজসহ অন্যান্যরা। এতে কুতুবদিয়া উপজেলার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কুতুবদিয়া উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৩৮টি। এসব ভোটকেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা ৪২ জন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ২২৬ জন এবং ৪৪৫ জন পোলিং কর্মকর্তা ভোটগ্রহণের দিন দায়িত্ব পালন করবেন।