প্রথমবারের মতো কাপ্তাইয়ের কেআরসি স্কুলে ৪র্থ ও ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনায় কর্ণফুলী রেয়ন অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (কেআরসি) উচ্চ বিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ৪র্থ ও ৫ম শ্রেণির ছাত্র–ছাত্রীদের বৃত্তি পরীক্ষা।
রবিবার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কাপ্তাইয়ের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন। এসময় পুরো পরীক্ষা কেন্দ্রজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। অভিভাবক এবং শিক্ষকরা এ উদ্যোগকে কাপ্তাইয়ের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক এক পরিবর্তনের সূচনা বলে মনে করছেন। স্থানীয় শিক্ষাবিদ, অভিভাবক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা জানান, এই বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি তাদের আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে। কাপ্তাই অঞ্চলে প্রাথমিক শিক্ষা খাতকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এ আয়োজন ‘সুফলমুখী শিক্ষা উদ্যোগ’ হিসেবে বিবেচিত হচ্ছে।
কেআরসি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুনাহার বেগম বলেন, কেআরসি উচ্চ বিদ্যালয়ে প্রথমবারের মতো ৪র্থ ও ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। শিক্ষার্থীদের মেধা বিকাশ, শৃঙ্খলা এবং মানসিক প্রস্তুতি তৈরিতে এ ধরনের পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তিনি আরও বলেন—দীর্ঘদিন আমরা স্বল্প সংখ্যক শিক্ষক নিয়ে বিদ্যালয় পরিচালনার চ্যালেঞ্জের ভেতরেও শিক্ষার মান ধরে রাখার চেষ্টা করেছি। এ বছর শিক্ষক–শিক্ষিকার সংখ্যা পূর্ণ হওয়ায় বিদ্যালয় পরিচালনা আরও শক্তিশালী হয়েছে। এজন্য উপজেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের বৃত্তি পরীক্ষাকে সফল করতে যেসব প্রাথমিক বিদ্যালয় সহযোগিতা করেছে, তাদের প্রধান শিক্ষক, অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক ও আমাদের বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষিকাদের আন্তরিক ধন্যবাদ জানাই। সবার সম্মিলিত উদ্যোগেই আমরা এ আয়োজন সফল করতে পেরেছি।
অংশগ্রহণকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অভিভাবকেরা জানান—কেআরসি উচ্চ বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। নিয়মিত এ আয়োজন চালু থাকলে শিক্ষার্থীরা আরও অনুপ্রাণিত হবে, পড়ালেখার প্রতি আগ্রহ বাড়বে এবং সবার মাঝে স্বাস্থ্যকর প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবে। কেআরসি উচ্চ বিদ্যালয়ের প্রথম বৃত্তি পরীক্ষার সফল আয়োজন কাপ্তাইয়ের শিক্ষাঙ্গনে নতুন দিগন্তের সূচনা করেছে। শিক্ষণ-পদ্ধতি, মেধা যাচাই এবং শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি—সব মিলিয়ে এ উদ্যোগ স্থানীয় শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।











