ঢাকা | জানুয়ারী ২৮, ২০২৬ - ৮:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম

প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি রফিক‘র মায়ের মৃত্যুতে আনোয়ারা প্রেসক্লাবের শোক

  • আপডেট: Thursday, December 11, 2025 - 1:43 pm

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি।

প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার আনোয়ারা প্রতিনিধি মুহাম্মদ রফিকুল ইসলামের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আনোয়ারা প্রেসক্লাব। প্রেসক্লাবের সভাপতি আব্দুল নূর চৌধুরী ও সাধারণ সম্পাদক এস এম সালাহউদ্দিন এক যৌথ শোকবার্তায় মরহুমা মেহেরুন নেছার রুহের মাগফেরাত কামনা করেন।

জানা যায়, ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) ভোর ৪টায় বার্ধক্যজনিত কারণে মেহেরুন নেছা (৯০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার বাদ আসর ডুমুরিয়া পারিবারিক কবরস্থানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

শোকবার্তায় প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমার জান্নাতুল ফেরদৌস কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।