ঢাকা | ডিসেম্বর ১২, ২০২৫ - ৯:৩১ অপরাহ্ন

পেকুয়ায় মসজিদের ইমামকে রাজকীয় বিদায়

  • আপডেট: Friday, December 12, 2025 - 7:30 pm

আবদুল মামুন ফারুকী।। দীর্ঘ ৩৫ বছর ইমামতি করার পরে ইমামকে রাজকীয়ভাবে বিদায় দিয়েছে এলাকাবাসী

আজ শুক্রবার সকাল ১০টা থেকে ইমামের বিদায়ী অনুষ্ঠান শুরু হয়ে জুমার নামাজের পরে শেষ হয়। অনুষ্ঠানের আয়োজন করেন কেরনছড়ি জামে মসজিদ পরিচালনা কমিটি।

বিদায়ী ইমামের নাম মাওলানা দেলোয়ার হোছাইন। তিনি কক্সবাজারের পেকুয়াস্থ পূর্বটইটং কেরনছড়ি জামে মসজিদের ইমাম ও খতিব।

 

জানা যায়, দীর্ঘ ৩৫ বছরের নিরবিচ্ছিন্ন সফলভাবে দায়িত্ব পালন করায়, এলাকাবাসি ইমামকে সম্মান ও কৃতজ্ঞতা জানাত ব্যতিক্রমী এক সংবর্ধনা আয়োজন করে। এসময় তাকে ফুলেল শুভেচছাসহ নগদ অর্থ, মানপত্র, সম্মাননা ক্রেস্ট ও নানা উপঢৌকন দেয়া হয়।

 

সাংবাদিক আবদুল মামুন ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টইটং ইউপি সদস্য ও মসজিদ পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মুহাম্মদ আব্দুল হক।

 

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোজাহের আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টইটং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জেড. এম. মোসলেম উদ্দিন, মসজিদ পরিচালনা কমিটির সহ সভাপতি মুহাম্মদ আব্দুল গণি, সাধারণ সম্পাদ মুহাম্মদ শিহাব উদ্দিন, অর্থ সম্পাদক শামশুল আলম, আব্দুল খালেক সরদার, আব্দু শুকুর, মৌলানা মোজাম্মেল হক, নবাগত পেশ ইমাম হাফেজ সাজ্জাদ হোছাইন।

এসময় বিভিন্ন এলাকার সমাজের সরদারগণের মধ্য থেকে উপস্থিত ছিলেন খলিলুর রহমান, আবুল খাইর, আব্দুল খালেক, আব্দুল মাজেদ, আবুল হোছাইন, আব্দুর রহমান পুতু, আবুল কাশেম, সেনা কল্যাণ সংস্থার টিকাদার মুহাম্মদ শাহ জাহান, কেরনছড়ি মাহফিল পরিচালনা কমিটির সভাপতি আজিজুর রহমান ও কেরনছড়ি যুবকল্যাণ সংগঠনের সদস্যবৃন্দ।

অনুষ্ঠান শেষে শতশত মুসল্লিদের সাথে নিয়ে মুসলিম উম্মাহর জন্য বিশেষ দু’আ ও মোনাজাত পরিচালনা করেন বিদায়ী ইমাম মাওলানা দেলোয়ার হোছাইন।