পিসিএনপির বান্দরবান শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাগো জনতা অনলাইন।। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বান্দরবান জেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বান্দরবানের হিলভিউ কনভেনশন সেন্টারে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজি মো. মজিবর রহমান।
অতিথিরা রমজানের তাৎপর্য তুলে ধরে ধর্মীয় গুরুত্ব ও রমজানের ফজিলত নিয়ে আলোচনা করেন। এছাড়া সংগঠনের সফতা কামনা করেন।
দেশ, জাতি এবং সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রামের জন্য বিশেষ মোনাজাতসহ ইফতার দিয়ে অনুষ্ঠান শেষ হয়।