পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে বান্দরবানে ইসলামী আন্দোলনের গন সমাবেশ

নিজস্ব প্রতিবেদক।
পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন বাস্তবায়নের দাবিতে ইসলামী আন্দোলন বান্দরবান জেলা শাখার উদ্যোগে শহরের আবু সাইদ মুক্ত মঞ্চের সামনে এক বিশাল গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।
তিনি বলেন, বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় জনগণের ভোটাধিকার হারিয়ে গেছে। দলীয় প্রভাব, অর্থ ও ক্ষমতার জোরে আগেও জনগণের ভোট ছিনতাই হয়েছে, সামনে হবে। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো পিআর পদ্ধতির নির্বাচন ব্যবস্থা চালু করা, যেখানে প্রতিটি ভোটের মূল্য থাকবে সমান এবং প্রতিটি নাগরিকের মতামত সংসদে প্রতিফলিত হবে।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের ন্যায়সঙ্গত অধিকার ও ভোটের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠায় কাজ করছে। আমরা কোনো দল বা গোষ্ঠীর বিরোধিতা করি না; বরং ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক রাজনীতির পক্ষে।
এছাড়াও তিনি বান্দরবান জেলা শাখার সভাপতি মওলানা আবুল কালাম আজাদকে বান্দরবান ৩০০নং আসনের প্রার্থী ঘোষনা করেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা শাখার প্রধান উপদেষ্টা আল্লামা ক্বারী এহসানুল হক আল মুঈন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা আমীর এইচ এম আব্দুস সালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলা শাখার সহ-সভাপতি মাওলানা নুরুল আলম তালুকদার।
বিশেষ অতিথিরা বলেন, দেশে আজ নৈতিক নেতৃত্বের সংকট দেখা দিয়েছে। যারা রাষ্ট্র পরিচালনা করছে, তারা জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ। দেশের মানুষ ন্যায়ভিত্তিক ইসলামি শাসনব্যবস্থা চায়, যেখানে দুর্নীতি, অন্যায়, চাঁদাবাজি ও বৈষম্য থাকবে না।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা শাখার প্রধান উপদেষ্টা আল্লামা ক্বারী এহসানুল হক আল মুঈন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা আমীর এইচ এম আব্দুস সালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলা শাখার সহ-সভাপতি মাওলানা নুরুল আলম তালুকদার।
এছাড়া আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুফতী শওকতুল ইসলাম, সেক্রেটারী মুফতী মুহাম্মাদ আবুল হাসান, জয়েন্ট সেক্রেটারী মাওলানা আহমদ কবীর, এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা মুবাশ্বির বিন আজহার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা সভাপতি মুফতী জাবেরুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা সভাপতি মোঃ হানিফ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা সভাপতি মোঃ লোকমান হাকিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ আলীকদম উপজেলা শাখার উপদেষ্টা হাফেজ ইব্রাহিম, ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা দিদারুল ইসলাম, ঘুমধুম ইউনিয়ন শাখার সভাপতি মোঃ কামাল হোসেন, এবং সোনাইছড়ি ইউনিয়ন শাখার সভাপতি মোঃ সাইফুল্লাহ চৌধুরী।
বক্তারা বলেন, জনগণের প্রকৃত ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পিআর পদ্ধতির নির্বাচন এখন সময়ের দাবি। তারা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, দুর্নীতি ও দুঃশাসনের অবসান ঘটিয়ে ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান জানান। সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল বান্দরবান শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।
বক্তারা আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি শান্তিপূর্ণ রাজনৈতিক সংগঠন, যা দেশের সার্বভৌমত্ব, ন্যায়বিচার ও ইসলামি মূল্যবোধ রক্ষায় সংগ্রাম করছে। তারা বলেন, দেশে আজ জনগণের কণ্ঠরোধ করা হচ্ছে। নির্বাচনগুলো হয়ে পড়েছে প্রহসনে পরিণত। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের প্রকৃত মতামত প্রতিফলনের দাবিতে মাঠে থাকবে।