পাহাড়ে শান্তি ও সম্প্রীতি নষ্ট করতে মাঠে নেমেছে একটি চক্র – ওয়াদুদ ভূঁইয়া

আলমগীর হোসেন, মানিকছড়ি।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বিএনপি’র সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
খাগড়াছড়ির সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া বলেন, “পাহাড়ে শান্তি ও সম্প্রীতি নষ্ট করতে মাঠে নেমেছে একটি চক্র। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।”
সম্প্রতি খাগড়াছড়িতে এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অনাকাঙ্ক্ষিত ঘটনার বিচারের নিশ্চয়তা দিয়ে তিনি আরো বলেন, ইতোমধ্যে ধর্ষণ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। সে আওয়ামী লীগ কর্মী। ফ্যাসিস্টরা আড়ালে থেকে শান্তি বিনষ্টে নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে।
সেনাবাহিনী, পুলিশ ধর্ষণকারীকে আটক করেছে। আসন্ন ত্রয়োদশ নির্বাচন প্রসঙ্গে তিনি আরো বলেন, “পাল্লা মার্কায় ভোট দিলে বেহেশত পাওয়ার নিশ্চয়তায় একটি দল গ্রামের সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে! বোরকা পরিহিত মহিলাদের ঘরে ঘরে পাঠিয়ে কোরআন-হাদিসের অপব্যাখ্যা দিয়ে ভোট চাইছে জামায়াতে ইসলামী!” তাই বিএনপির সকল নেতাকর্মীদের সতর্ক থেকে এ ধরণের বিভ্রান্তি থেকে সাধারণ ভোটারদের দূরে রাখতে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি এবং পাহাড়ে সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন ওয়াদুদ ভূঁইয়া।
২৬ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে, সদস্য সচিব মো. মীর হোসেনের সঞ্চালনায় এবং যুগ্ম আহ্বায়ক মো. আবুল কাশেমের স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত হয় পরিচিতি সভা।
এতে (ভার্চুয়ালি) বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আবছার।
পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এম.এ. করিম, অর্থ সম্পাদক জহির আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান সাগর প্রমুখ।