ঢাকা | অক্টোবর ২৫, ২০২৫ - ৮:৩৪ অপরাহ্ন

শিরোনাম

পাহাড়ে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের গ্রেফতারের দাবিতে ঢাকায় পিসিসিপির বিক্ষোভ সমাবেশ

  • আপডেট: Saturday, October 25, 2025 - 5:52 pm

ঢাকা, ২৪ অক্টোবর ২০২৫ (শুক্রবার)।
পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা, হত্যা, চাঁদাবাজি ও বেআইনি অস্ত্র ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সাজাপ্রাপ্ত সন্ত্রাসী মাইকেল চাকমার গ্রেফতারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। শুক্রবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতারা অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন পিসিসিপির কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ হোসেন কায়েশ। সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আল আমিন এবং সঞ্চালনা করেন ঢাকা মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি মো. মিজান উদ্দিন।

বক্তারা অভিযোগ করে বলেন, পাহাড়ে ইউপিডিএফসহ বিভিন্ন সশস্ত্র সংগঠন দীর্ঘদিন ধরে সন্ত্রাস, খুন, চাঁদাবাজি ও মাদক ব্যবসার মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। এসব কর্মকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী মাইকেল চাকমা সাজাপ্রাপ্ত আসামি হয়েও প্রশাসনের নাকের ডগায় অবাধে ঘুরে বেড়াচ্ছেন। বক্তারা তার দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান।

এছাড়া, রাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রতিবন্ধী মারমা নারীকে গণধর্ষণ ও বাঘাইছড়ির আমতলিতে বাঙালি পরিবারের ঘরবাড়ি ভাঙচুরের ঘটনায় প্রশাসনের নীরবতায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা। বক্তারা বলেন, প্রথার নামে অবিচার কোনোভাবেই মেনে নেওয়া যায় না, পাহাড়েও দেশের প্রচলিত আইনে বিচার নিশ্চিত করতে হবে।

নেতারা পাহাড়ে সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর চিরুনি অভিযান চালানোর আহ্বান জানান এবং সকল জাতিগোষ্ঠীর জন্য সমান অধিকার ও সরকারি সুবিধা নিশ্চিত করার দাবি তোলেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, সম্প্রীতি ঐক্য জোটের সমন্বয়ক থোয়াই চিং মং চাক, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মেহেদী হাসান