ঢাকা | জানুয়ারী ২৮, ২০২৬ - ৮:২৬ অপরাহ্ন

শিরোনাম

পাহাড়ি জনগোষ্ঠির পাশে দাঁড়ালেন রাঙামাটি সেক্টর কমান্ডার

  • আপডেট: Wednesday, January 28, 2026 - 6:53 pm

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি।
পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যে রাজনগর জোন (৩৭ বিজিবি)’র উদ্যোগে অসহায় ও দুস্থ জনসাধারণের মাঝে গৃহনির্মাণ সামগ্রী—ঢেউটিন, স্বাবলম্বী হওয়ার সরঞ্জাম—সেলাই মেশিন, নগদ অর্থ সহায়তা এবং খেলাধুলার সামগ্রী প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি ২০২৬ তারিখ) রাজনগর জোন সদরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই মানবিক সহায়তা কর্মসূচি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাকার সুবিধাবঞ্চিত জনসাধারণের হাতে এসব সামগ্রী তুলে দেন বিজিবি রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব, পিএসসি, জি+।
এ সময় রাজনগর জোন কমান্ডার লে. কর্নেল মোঃ শাহনেওয়াজ তাসকিন, পিএসসি এবং অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের প্রকৃত দুস্থ ও অসহায় পরিবারগুলোকে চিহ্নিত করে নিম্নোক্ত সহায়তা সামগ্রী প্রদান করা হয়।
গৃহনির্মাণ সামগ্রী: মসজিদের অজুখানা, জরাজীর্ণ ও আগুনে পুড়ে যাওয়া ঘরবাড়ি মেরামতের জন্য ০৪টি পরিবার ও প্রতিষ্ঠানকে ০৪ বান্ডেল ঢেউটিন বিতরণ করা হয়েছে।
স্বাবলম্বীকরণ: স্বামী-পরিত্যক্তা ও অসহায় নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে ০২ জন নারীকে ০২টি সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
আর্থিক অনুদান: লেখাপড়ার খরচ, এতিমখানা সংস্কার ও চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য ০৯ জনকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
খেলাধুলার সামগ্রী বিতরণ: স্থানীয় যুবসমাজকে মাদকমুক্ত ও অনৈতিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলায় আগ্রহী করার জন্য ০৩টি প্রতিষ্ঠানকে খেলাধুলার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সামাজিক শান্তি ও সম্প্রীতি তখনই বজায় থাকে, যখন আমরা একে অপরের বিপদে এগিয়ে আসি। আজকের এই ক্ষুদ্র প্রয়াস অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে বলে আমার বিশ্বাস। রাজনগর জোন কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজনগর জোনের দায়িত্বপূর্ণ এলাকার স্থানীয় হেডম্যান-কারবারি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমকর্মীগণ। উপস্থিত সকলে বিজিবির এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।