পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার পাহাড়িকা উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী কল্যাণ পরিষদের উদ্যোগে পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের বাৎসরিক সমাপনী পরীক্ষা উপলক্ষে শিক্ষা সামগ্রী বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় পাহাড়িকা উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়িকা উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী কল্যাণ পরিষদের আহ্বায়ক এবং চন্দ্রঘোনা খ্রিষ্টান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং। এ সময় তিনি বলেন, শিক্ষা গ্রহণের মাধ্যমে তোমরা আলোকিত মানুষ হয়ে দেশের কল্যাণে কাজ করবে। সবসময় শিক্ষকদের শ্রদ্ধা করবে।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুর নবী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রাক্তন শিক্ষার্থী কল্যাণ পরিষদের সদস্য সচিব শেখ রায়হান আকাশের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, সহকারী প্রধান শিক্ষক লাভলী রাণী বড়ুয়া, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক সুনীল কান্তি দাশ, স্কুলের সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম হেলালী, প্রাক্তন শিক্ষার্থী কল্যাণ পরিষদের যুগ্ম আহ্বায়ক টিটু সুলতান ও মো. ইরফান, অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন আজাদ, যুগ্ম সদস্য সচিব আমজাদ হোসেন মঞ্জু, সহ-অর্থ সম্পাদক মো. রাসেল এবং সদস্য মো. ইয়াছিন মীম ও মো. ফোরকান।











