পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক।
চট্টগ্রাম প্রেসক্লাবের এস এম সুলতান আহমেদ হলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্মেলন ২০২৫। দীর্ঘ প্রতীক্ষার পর আয়োজিত এই সম্মেলনে সংগঠনের কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ১০১ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি আংশিক ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নূর হোসেন, সাধারণ সম্পাদক হয়েছেন এডভোকেট আফসার রনি এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ইব্রাহীম। এসময় কেন্দ্রীয় সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা করতালি দিয়ে নতুন নেতৃত্বকে বরণ করে নেন।
কমিটির ঘোষণা দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের তরুণ সমাজকে সঠিক নেতৃত্বের পথে এগিয়ে নিতে এবং শান্তি, উন্নয়ন ও সম্প্রীতির ধারাকে অব্যাহত রাখতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ লিগ্যাল এইড কমিটির সভাপতি এডভোকেট পারভেজ তালুকদার, নাগরিক পরিষদের স্থায়ী কমিটির সদস্য মাওলানা আবু বক্কর, কেন্দ্রীয় ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক হাবীব আজম, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম, সভাপতি নূর হোসেন ও সাধারণ সম্পাদক এডভোকেট আফসার রনি।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে ন্যায়বিচার, উন্নয়ন ও সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তুলতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি বজায় রেখে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সকল সমস্যার সমাধান সম্ভব।
আলোচনায় খাগড়াছড়ি জেলার সাম্প্রতিক নানা ইস্যু নিয়েও মত প্রকাশ করেন বক্তারা। তারা বলেন, খাগড়াছড়ি পাহাড়ি ও সমতলের মিলনস্থল। এখানে সাম্প্রতিক সময়ে যে অস্থিরতা, সহিংসতা ও সামাজিক অশান্তি লক্ষ্য করা যাচ্ছে, তা দ্রুত সমাধান করতে সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়াও খাগড়াছড়িসহ পার্বত্য তিন জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
সম্মেলনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন-অগ্রযাত্রায় যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাহাড়ে নানা সমস্যা, বৈষম্য, শিক্ষার ঘাটতি ও কর্মসংস্থানের অভাব মোকাবিলা করতে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নতুন নেতৃত্ব সেই পথকে সুদৃঢ় করবে বলেও তারা আশা প্রকাশ করেন।
এছাড়াও বক্তারা পার্বত্য অঞ্চলের সামাজিক অবক্ষয়, মাদক সমস্যা, সন্ত্রাস ও সহিংসতা প্রতিরোধে যুব পরিষদের ভূমিকার উপর জোর দেন। তরুণদের মধ্যে দেশপ্রেম, মানবিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করতে কার্যকর কর্মসূচি হাতে নেওয়ার পরামর্শ দেন তারা।
সম্মেলনে সংগঠনের বিভিন্ন জেলা, উপজেলা ও থানা পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা সবাই নতুন কমিটির নেতাদের পাশে থেকে সংগঠনকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
আয়োজনে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক, আর শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের কয়েকজন সিনিয়র নেতা। পুরো সম্মেলনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, নানা শ্লোগান, আলোচনা ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে উচ্ছ্বাস।