ঢাকা | ডিসেম্বর ১৩, ২০২৪ - ৩:৩৫ পূর্বাহ্ন

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, September 30, 2023 - 7:17 pm

চট্রগ্রাম থেকে মোরসালিন।। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে চট্রগ্রাম নগরীর অক্সিজেন মোড় এলাকায় পিসিএনপি’র কেন্দ্রীয় অফিসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ছাত্র পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপি’র চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান।

সভায় ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক
মোঃ আসাদ উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিসিএনপি’র মহাসচিব মোঃ আলমগীর কবির, ছাত্র পরিষদের মনিটরিং কমিটির আহবায়ক ও পিসিএনপির কেন্দ্রীয় সহ সভাপতি শেখ আহমেদ রাজু, পিসিএনপির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মোঃ আবদুল মজিদ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ শাহজালাল, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম এ আমিন, ছাত্র পরিষদের রাংগামাটি জেলা সভাপতি হাবিব আজম, খাগড়াছড়ি জেলা সভাপতি সুমন আহমেদ, বান্দরবান জেলা সভাপতি মোঃ আসিফ ইকবাল, সাধারণ সম্পাদক মোঃ হাবিব আল মাহমুদ, ঢাকা সাত কলেজের সভাপতি রাসেল মাহমুদ, কেন্দ্রীয় নেতা মঈন উদ্দিন, নাজমুল হাসান প্রমূখ।

অনুষ্ঠানে পিসিসিপির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক রাংগামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা পিসিসিপি’র পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।