পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর পুর্তি উপলক্ষে সেচ্ছায় রক্তদান কর্মসূচি
মিনহাজুল ইসলাম।
পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বর্ষপূর্তি উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কর্তৃক মানবিক উদ্যোগ হিসেবে বান্দর্ান সদর হাসপাতালে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। শান্তির বার্তা ও সামাজিক দায়িত্ববোধকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সম্মানিত সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম। তিনি রক্তদাতাদের উৎসাহিত করে বলেন, “রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচানো নিঃসন্দেহে একটি মহৎ ও মানবিক কাজ। এ ধরনের উদ্যোগ সমাজে সহযোগিতা, সহমর্মিতা ও মানবতার মূল্যবোধকে আরও শক্তিশালী করে।”
রক্তদানের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “নিয়মিত রক্তদান করলে একদিকে যেমন অসংখ্য মানুষের জীবন রক্ষা করা সম্ভব, অন্যদিকে সমাজে মানবিকতার সুন্দর বার্তাও ছড়িয়ে পড়ে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব নাছির উদ্দীন, বান্দরবান জেলার সম্সানিত সিভিল সার্জন ডা. শাহীন হাসান এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. দিলীপ কুমার চৌধুরী।
কর্মসূচিতে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা বলেন, শান্তির সার্থকতা তখনই উপলব্ধি হয় যখন মানুষের কল্যাণে কাজ করার সুযোগ তৈরি হয়। আয়োজকরা জানান, রক্তদান কর্মসূচির মাধ্যমে শান্তিচেতনা ও মানবিক মূল্যবোধ আরও বিস্তৃত হবে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।











