ঢাকা | ডিসেম্বর ১১, ২০২৫ - ৯:২০ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রামকে জাতীয় সমস্যা হিসেবে বিবেচনা করে এগিয়ে যেতে হবে – ড. দেবপ্রিয় ভট্টাচার্য

  • আপডেট: Thursday, December 11, 2025 - 6:27 pm

নিজস্ব প্রতিবেদক।

পার্বত্য চট্টগ্রামের সংকটকে আঞ্চলিক নয়, বরং জাতীয় সমস্যা হিসেবে বিবেচনা করে সমাধানের পথে এগোতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক এবং সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এর ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে রাঙামাটি-কাপ্তাই সংযোগ সড়কের একটি রিসোর্টে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক–নির্বাচনী উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত আঞ্চলিক পরামর্শ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, “রাজনৈতিক দলগুলোকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে স্পষ্ট অবস্থান জানাতে হবে। এ অঞ্চলের সমস্যা একটি ভূ-রাজনৈতিক ইস্যু—এটি সেই দৃষ্টিকোণ থেকে সমাধান করতে হবে। আগামীর সরকার যাতে এই বিষয়গুলোকে নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করে, সে লক্ষ্যে কাজ করতে হবে। মূল কথা, ভবিষ্যৎ বাংলাদেশের কোনো নাগরিকই পিছিয়ে থাকবে না।”

তিনি আরও বলেন, রাঙামাটি দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। এখানে বহু সমস্যা রয়েছে, যেগুলো স্থানীয় মানুষের মতামত এবং কৃষ্টি-কালচারকে সম্মান জানিয়ে নীতি নির্ধারণের মাধ্যমে সমাধান করতে হবে।

সভায় অংশগ্রহণকারীরা পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও পুনর্মূল্যায়ন, শান্তি প্রতিষ্ঠা, ভূমি কমিশন কার্যকর করা, কাপ্তাই হ্রদ খনন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখা, আইন-শৃঙ্খলা কঠোরভাবে নিয়ন্ত্রণ, প্রার্থীদের ক্ষেত্রে ‘না ভোট’ চালুর বিধান রাখা এবং দেশবিরোধী সংগঠন নিষিদ্ধসহ নানা দাবি উপস্থাপন করেন।

পরামর্শ সভায় নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডি’র ফেলো প্রফেসর মুস্তাফিজুর রহমান, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।