পানি আনতে গিয়ে গাজায় ইসরায়েলি হামলায় ৬ শিশুসহ নিহত ১০

জাগো জনতা অনলাইন।। ফিলিস্তিনের গাজায় পানি আনার জন্য অপেক্ষারতদের ওপর ইসরায়েলি হামলায় ৬ শিশুসহ ১০ জন নিহত হয়েছে। আজ রোববার গাজার মধ্যাঞ্চলে এই হামলা হয়। সেখানকার জরুরি পরিষেবা কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
হামলায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের মরদেহ নুসেইরাতের আল-আওদা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আহত ১৬ জন সেখানে চিকিৎসাধীন। আহতদের মধ্য মধ্যে সাত শিশু রয়েছে বলে জানিয়েছেন একজন চিকিৎসক।
প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানান, আল-নুসেইরাত শরণার্থী শিবিরের কেন্দ্রে একটি পানির ট্যাংকারের পাশে খালি কনটেইনার নিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন অনেকে। এ সময় মানুষের ভিড় লক্ষ্য করে একটি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
গাজাজুড়ে বিমান হামলা বাড়িয়েছে ইসরায়েল। পানির জন্য দাঁড়িয়ে থাকাদের ওপর হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কিছু জানা যায়নি।
অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, আতঙ্কিত মানুষের চিৎকারে সঙ্গে রক্তাক্ত শিশু ও মরদেহ পড়ে আছে। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থল থেকে যানবাহন ও গাধার গাড়িতে করে আহতদের সেখান থেকে সরিয়ে নিচ্ছে।
এদিকে গাজার সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র জানিয়েছেন, গাজার মধ্যাঞ্চল ও গাজা সিটিতে আবাসিক ভবনে হামলা হয়েছে। আজ রোববার তিনটি পৃথক হামলায় অন্তত ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫৭ হাজার ৮০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে লাখো মানুষ। এ ছাড়া গাজার অধিকাংশ মানুষ বাস্তুচ্যুত।