ঢাকা | ডিসেম্বর ১২, ২০২৫ - ৯:১৭ অপরাহ্ন

পানছড়ি সীমান্ত থেকে নিখোঁজ যুবককে উদ্ধার করেছে বিজিবি

  • আপডেট: Friday, December 12, 2025 - 7:16 pm

খাগড়াছড়ি প্রতিনিধি।

খাগড়াছড়ি সদরের তেতুলতলা এলাকা থেকে নিখোঁজ হওয়া উপজাতি যুবক নিপন দেওয়ান (২৮)–কে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)’র বিশেষ টহল দলের সহায়তায় পানছড়ি সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। নিপন দেওয়ান খাগড়াছড়ি এপিবিএন সংলগ্ন তেতুলতলা এলাকার তরুণ আলো দেওয়ানের ছেলে।

সূত্র জানায়, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নিখোঁজ নিপন দেওয়ানের বিষয়ে তার স্বজনরা লোগাং বিজিবি ক্যাম্পে সহায়তা চাইলে জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম পিপিএম-এর নির্দেশনায় সুবেদার মো. মোখলেছুর রহমানের নেতৃত্বে বিশেষ টহল দল গঠন করা হয়। বিশেষ নজরদারি ও তল্লাশির মাধ্যমে রাত ১২টার দিকে পানছড়ি সীমান্ত এলাকা থেকে যুবককে উদ্ধার করা হয়।

ক্যাম্প কমান্ডার সুবেদার মোখলেছুর রহমান বলেন, নিপনের মা লোগাং ক্যাম্পে সহযোগিতা চাইলে বিষয়টি জোন হেডকোয়ার্টারে জানানো হয়। পরে জোন কমান্ডারের দিকনির্দেশনায় সীমান্ত এলাকায় বিশেষ টহল পরিচালনা করা হয়। উদ্ধার শেষে নিপনকে তার মা যতিকা চাকমা এবং চাচা প্রনবর চাকমার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

ছেলেকে উদ্ধার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে নিপনের মা যতিকা চাকমা বলেন, “আমার ছেলে সকালে ঘুরতে বের হয়ে আর বাসায় না ফিরলে চারদিকে খুঁজতে থাকি। তার মাঝে মাঝে ব্রেনের সমস্যা দেখা দেয়, দিকভ্রান্ত হয়ে দূরে চলে যায়। গত বছরও এমনভাবে মানিকছড়ি চলে গিয়েছিলো। আজ লিমন ত্রিপুরার মাধ্যমে জানতে পারি আমার ছেলে পানছড়ি এসে সীমান্তের দিকে চলে গেছে। নিরুপায় হয়ে আমি বিজিবির সহযোগিতা চাই। তাদের আন্তরিকতায় আমার ছেলেকে ফিরে পেয়েছি।”

নিখোঁজ যুবকের চাচা প্রনবর চাকমা বলেন, “পাহাড়ের অস্থিতিশীল পরিস্থিতির কারণে আমরা দুশ্চিন্তায় ছিলাম। বিজিবি গভীর রাতে দুর্গম পাহাড়ি এলাকা থেকে আমাদের ছেলেটিকে উদ্ধার করেছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক সহযোগিতা করে যাওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”