পানছড়িতে ৩ বিজিবির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মো. মমিনুল ইসলাম সোহেল, পানছড়ি প্রতিনিধি:
গৌরব ও ঐতিহ্যের ৭৬ বছর পেরিয়ে ৭৭ বছরে পদার্পণ উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে খাগড়াছড়ির পানছড়ি ৩ বিজিবি ব্যাটালিয়ন। শনিবার সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে কেক কেটে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলাম, ৩২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কামরান কবির উদ্দিন ও ৭ বিজিবি ভারপ্রাপ্ত অধিনায়ক এস. এম. ইমরুল কায়েস।
৩ বিজিবির ক্যাপ্টেন নাইমুল মুসফিক জানান, ব্যাটালিয়নটি ১৯৪৮ সালের ১ নভেম্বর সিলেটের শমসেরনগরে প্রতিষ্ঠিত হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশ নিয়ে ১৮ জন বীর সৈনিক শহিদ হন। ১৯৯৯ সালে সরকার ব্যাটালিয়নটিকে রেজিমেন্টাল কালার পতাকা প্রদান করে।
বক্তারা বলেন, সীমান্ত নিরাপত্তা, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ জাতীয় নিরাপত্তা রক্ষায় বিজিবি অনন্য ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন বিজিবির প্রতি জনগণের আস্থা ও শ্রদ্ধা আরও বাড়াবে বলে তারা আশা প্রকাশ করেন।











