ঢাকা | জানুয়ারী ৮, ২০২৬ - ৩:০৭ পূর্বাহ্ন

শিরোনাম

পানছড়িতে শীতার্তদের পাশে উপ-শাখা সীপক্স শতাধিক অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট: Tuesday, January 6, 2026 - 6:56 pm

খাগড়াছড়ি প্রতিনিধি।
শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়েছে সীমান্ত পরিবার কল্যাণ সমিতির উপ-শাখা সীপক্স, পানছড়ি। সংগঠনটির উদ্যোগে মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬) পার্বত্য এলাকার দরিদ্র ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সীমান্ত পরিবার কল্যাণ সমিতি একটি কল্যাণমুখী প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে আর্ত মানবতার সেবায় কাজ করে আসছে। এর ধারাবাহিকতায় উপ-শাখা সীপক্স, পানছড়ির উদ্যোগে পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে এ জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার শতাধিক অসহায়, হতদরিদ্র ও শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-শাখা সীপক্স, পানছড়ির সাধারণ সম্পাদিকা মিসেস উম্মে আসমা।
এ সময় ৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েসের নেতৃত্বে সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত থেকে কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন।
স্থানীয়রা এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, শীতের এই কঠিন সময়ে এমন সহায়তা দরিদ্র মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।