পানছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ আটক
মোঃ মমিনুল ইসলাম সোহেল, পানছড়ি প্রতিনিধি ।
খাগড়াছড়ির পানছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর ২০২৫ তারিখ রাত আনুমানিক ৮টার দিকে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল হাবিলদার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় উল্টাছড়ি ইউনিয়নের মধ্যনগর (বর্গ-৯২৭৫) এলাকা থেকে ৬৫.৭৫ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়।
জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ৮২ হাজার ১৮৭ টাকা ৫০ পয়সা বলে জানা গেছে। পরে উদ্ধারকৃত কাঠ পানছড়ি বন বিভাগের কার্যালয়ে জমা করা হয়েছে।
বিজিবির এই সফল অভিযান সীমান্ত এলাকায় অবৈধ কাঠ পাচার রোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।











