পানছড়িতে বিজিবির অভিযানে অবৈধ কাঠ জব্দ

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় লোগাং জোন (৩ বিজিবি)-এর নিয়মিত টহল দল এ অভিযান পরিচালনা করে। টহল কমান্ডার জেসিও-১০৮৫৯ নায়েক সুবেদার মোঃ তুষার হোসাইনের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন বিজিবি সদস্যরা।
অভিযানকালে পানছড়ি উপজেলার ৫নং উল্টাছড়ি ইউনিয়নের মোল্লাপাড়া এলাকায় (বর্গ-৯২৭৬, এমএস ৭৯ এম/১৫) থেকে ৯৬ টুকরো সেগুন কাঠ জব্দ করা হয়। কাঠের পরিমাণ ৯১.২২ ঘনফুট, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ১৪ হাজার ২৫ টাকা।
জব্দকৃত কাঠ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পানছড়ি বন বিভাগ কার্যালয়ে জমা দেওয়া হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।