পানছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন : মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমাবে জীবন ও সম্পদের ক্ষতি

মো. মমিনুল ইসলাম সোহেল, পানছড়ি প্রতিনিধি।
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর ২০২৫) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন, আনসার ও ভিডিপি কর্মকর্তা কাজী আকাশ, বিজিবি প্রতিনিধি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, জামায়াতে ইসলামী পানছড়ি উপজেলা সভাপতি জাকির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক ও যানবাহন সমিতির নেতৃবৃন্দ প্রমুখ।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং মানসম্মত হেলমেট ব্যবহারের কোনো বিকল্প নেই। সবাই মিলে সচেতন হলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।
আলোচনা সভা শেষে একটি সচেতনতামূলক র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।