পানছড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১০০ পরিবারের মাঝে সবজি বীজ বিতরণ

মোঃ মমিনুল সোহেল, পানছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়ির পানছড়িতে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে বসতবাড়ির আঙ্গিনা ও মাঠে চাষযোগ্য শীতকালীন শাকসবজির বীজ ও সার সহায়তা প্রদানের কর্মসূচির আওতায় উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর ২০২৫) উপজেলা পরিষদ চত্বরে এই উপকরণ বিতরণ কার্যক্রমের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পানছড়ি, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
অনুষ্ঠানে ১০০ পরিবারের মাঝে ৭ প্রকার শাকসবজির বীজ বিতরণ করা হয়। বিতরণকৃত বীজগুলো হলো— মুলা, লাল শাক, বাটি শাক, পালং শাক, মটরশুটি, লাউ ও বেগুন।
এ সময় পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিনের উপস্থিতিতে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুস সালাম কৃষকদের হাতে বীজ তুলে দেন এবং তাদেরকে ঘরোয়া সবজি চাষে উদ্বুদ্ধ করেন।
তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে প্রত্যেক পরিবারকে উৎপাদনমুখী করে তোলা, যাতে সবাই নিজ আঙ্গিনায় নিরাপদ সবজি উৎপাদন করতে পারে।
স্থানীয় কৃষকরা এমন উদ্যোগের প্রশংসা করে জানান, এতে তাদের চাষাবাদে আগ্রহ ও আত্মনির্ভরতা আরও বৃদ্ধি পাবে।