ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৭:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম

পানছড়িতে কৃষকদলের সভায় ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

  • আপডেট: Saturday, September 20, 2025 - 11:17 am

খাগড়াছড়ি প্রতিনিধি ।।  খাগড়াছড়ির পানছড়ি উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা কৃষকদলের উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার এ সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের উপজাতীয় বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা কৃষকদলের সভাপতি পারদর্শী বড়ুয়া।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের সভাপতি মো. আবুল হাসেম। এতে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের উপজাতীয় বিষয়ক সহ-সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক নীলপদ চাকমা, পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, জেলা কৃষকদলের সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক আ. মান্নান জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক মো. হান্নান সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল এবং উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আক্কাস আলী।

বক্তারা বলেন, আওয়ামী “ফ্যাসিবাদী সরকারকে” বিতাড়িত করতে কৃষকদল ও বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। তারা আরও বলেন, জননেতা ওয়াদুদ ভূইয়া পাহাড়ের রত্ন—তাকে নেতৃত্বে এনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাইকে মাঠে কাজ করতে হবে।

এ সময় বক্তারা ধর্মের নামে রাজনীতি ও ধর্ম ব্যবসার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভোটের মাধ্যমে তাদের প্রতিহত করতে হবে। একই সঙ্গে যারা সত্যকে সত্য বলতে ভয় পান, তাদের প্রতিও সতর্ক থাকার আহ্বান জানান।