ঢাকা | সেপ্টেম্বর ৮, ২০২৫ - ১০:৪৯ অপরাহ্ন

শিরোনাম

পানছড়িতে কাজুবাদাম ও কফি চাষে কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট: Monday, September 8, 2025 - 2:07 pm

খাগড়াছড়ি প্রতিনিধি ।। পাহাড়ের পতিত জমিকে কাজে লাগিয়ে কাজুবাদাম ও কফি চাষ সম্প্রসারণের লক্ষ্যে খাগড়াছড়ির পানছড়িতে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

৮ সেপ্টেম্বর (সোমবার) উপজেলা অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় উপজেলার লোগাং, বড় পানছড়ি, কালানাল, লতিবান, নালকাটা, উগলছড়ি, মরাটিলা ও ছোট পানছড়ি এলাকা থেকে ৯০ জন কৃষক অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খাগড়াছড়ির ভারপ্রাপ্ত উপপরিচালক মো: বাছিরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক মো: নজরুল ইসলাম, পানছড়ি উপজেলা কৃষি অফিসার মো: আব্দুস সালাম এবং কৃষি সম্প্রসারণ অফিসার ইব্রাহিম খলিল।

আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতন করবে এবং পাহাড়ি এলাকায় কাজুবাদাম ও কফি চাষের প্রসার ঘটাবে।