পানছড়িতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন
মো. মমিনুল ইসলাম সোহেল, পানছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ফাতেমা নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণভাবে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সকালে “অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে নারী ও মেয়ে শিশুর ক্ষমতায়ন প্রকল্প”-এর আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন এবং সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাদেক আলী।
বক্তারা বলেন, নারী ও মেয়ে শিশুদের শিক্ষায় অগ্রাধিকার দিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল গনি, এসআই সদানন্দ বৈদ্য, ইউইএফ নিপা চাকমা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।











