পাঁচ দিনের আবহাওয়া: বাড়বে রাতের তাপমাত্রা, বাড়তে পারে কুয়াশা
নিজস্ব প্রতিবেদক।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের তাপমাত্রা ও কুয়াশার পরিস্থিতিতে কিছু পরিবর্তন দেখা দিতে পারে। সংস্থাটির নতুন পূর্বাভাসে বলা হয়েছে—আগামী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তবে পরবর্তী তিন দিনে তাপমাত্রা কমতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার (১৯ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। এই সময়ে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না।
এদিকে শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় ভোরের দিকে দেশের কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় সারা দেশে শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও ভোরের দিকে কিছু এলাকায় কুয়াশা পড়তে পারে। ওই সময় রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অন্যদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
এছাড়া, ২২ নভেম্বরের মধ্যে দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।











