ঢাকা | আগস্ট ২৮, ২০২৫ - ৬:২৩ পূর্বাহ্ন

শিরোনাম

পহেলা সেপ্টেম্বর থেকে প্রতিটি উপজেলায় এক মেট্রিক টন আটা বিক্রি হবে

  • আপডেট: Tuesday, August 26, 2025 - 8:43 am

জাগো জনতা অনলাইন: আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশের প্রতিটি উপজেলায় এক মেট্রিক টন করে আটা বিক্রি করা হবে।

খাদ্য মন্ত্রণালয়ের স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রি কর্মসূচির আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষ নির্ধারিত বিক্রয় কেন্দ্র থেকে প্রতিদিন (সরকারি ছুটি ব্যতীত) প্রতি কেজি আটা ২৪ টাকায় কিনতে পারবে।

মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও স্বল্প আয়ের জনগোষ্ঠীকে সুলভমূল্যে খাদ্য সরবরাহ নিশ্চিত করার জন্য তারা বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বর্তমানে সারাদেশের সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা, জেলা সদর ও পৌরসভায় ভর্তুকি মূল্যে খাদ্যশস্য বিক্রির জন্য খোলা বাজার (ওএমএস) কার্যক্রম চলমান আছে। এরমধ্যে ১ সেপ্টেম্বর থেকে আটা বিক্রির কার্যক্রম শুরু হবে।