ঢাকা | জানুয়ারী ২১, ২০২৫ - ১২:৫৭ অপরাহ্ন

পল্লবীতে ‘ব্লেড বাবু’কে কুপিয়ে হত্যা

  • আপডেট: Tuesday, January 21, 2025 - 6:51 am

জাগো জনতা অনলাইন।। রাজধানীর পল্লবী থানাধীন সিরামিক রোড এলাকায় মো. বাবু ওরফে ব্লেড বাবুকে (৩২) কুপিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে অভ্যন্তরীণ কোন্দলের জেরে তাকে হত্যা করা হয়।

সোমবার (২০ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে পল্লবী থানাধীন ১২ নম্বর সেকশনের সিরামিক রোডের বঙ্গবন্ধু কলেজের পাশে তিনি আহত অবস্থায় পড়ে ছিলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় খ্রিস্টান হাসপাতালে নেন। পরে তাকে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় রমজান নামে আরও একজন আহত হন।

পল্লবী থানা পুলিশ বলছে, নিহত ব্লেড বাবুর বাবার নাম মুস্তাকিম, মা নাজমা বেগম। মিরপুর-২ নম্বরের ৬০ ফিট ছাপরা মসজিদ এলাকায় তার বাসা। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই আবু সাবাহ বলেন, পল্লবী থানাধীন ১২ নম্বর সেকশনের সিরামিক রোডের বঙ্গবন্ধু কলেজের পাশে নতুন রাস্তার মুখে চাপাতি, সুইচ চাকু দিয়ে আঘাতের পর ইট দিয়ে থেঁতলিয়ে বাবুকে আহত করা হয়। এই ঘটনায় পাঁচ জন জড়িত। তারা হলেন রাজন (৩৫), রনি (২৬), মুরাদ (৩০), তুফান (২৭) ও সাইফুল (২৪)। অজ্ঞাতপরিচ আরও ৩/৪ জন সেখানে উপস্থিত ছিলেন। তারা সবাই একই গ্রুপের।

মামলা দায়েরের প্রস্তুতি চলছে উল্লেখ করে আবু সাবাহ বলেন, এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি। মামলা দায়েরের পাশাপাশি জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে। মরদেহ এখনো কুর্মিটোলা হাসপাতালে রয়েছে। মরদেহের সুরতহাল শেষে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।