ঢাকা | ডিসেম্বর ৩, ২০২৪ - ১০:৪৭ অপরাহ্ন

শিরোনাম

পল্টনেই সমাবেশের ঘোষণা বিএনপির, দিন পিছিয়ে শুক্রবার

  • আপডেট: Wednesday, July 26, 2023 - 7:36 pm

জাগো জনতা ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি না পাওয়ায় বৃহস্পতিবারের গণসমাবেশ শুক্রবার নয়াপল্টন এলাকায় করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (২৬ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

জুমার নামাজের পর সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার ঢাকার নয়া পল্টন বা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠি দেয় বিএনপি।

সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান ও নয়াপল্টনের পরিবর্তে নতুন ভেন্যু বেছে নিতে বিএনপিকে পরামর্শ দেয় ডিএমপি।

এরপরই নতুন ভেন্যু বেছে নিতে দলের বৈঠক ডাকা হয়।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, “পুলিশ এখনও বিএনপিকে নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়নি। বৃহস্পতিবার কর্মদিবস হওয়ায় গোলাপবাগ মাঠ বা অন্য কোনো মাঠে যাওয়ার পরামর্শ দিয়েছি।”

শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে তাদের এক দফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করেন।