পর্যটন মৌসুমে যানজট ও অবৈধ পার্কিং রোধে রাঙামাটিতে ট্যুরিস্ট বাস নিবন্ধন ব্যবস্থা চালু
রাঙামাটি প্রতিনিধি।
পাহাড়, হ্রদ ও বৈচিত্র্যময় সংস্কৃতির লীলাভূমি রাঙামাটি দেশের অন্যতম শীর্ষ পর্যটন জেলা। প্রতিবছর বিপুল সংখ্যক দেশি ও বিদেশি পর্যটকের আগমনে মুখর থাকে এই অঞ্চল। তবে পর্যটন মৌসুমে অপরিকল্পিত বাস প্রবেশ, যানজট ও অবৈধ পার্কিং দীর্ঘদিন ধরে শহরের অন্যতম বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে।
এই পরিস্থিতি মোকাবিলায় সুশৃঙ্খল, আধুনিক ও পরিবেশবান্ধব ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ট্যুরিস্ট বাস শহরে প্রবেশের জন্য ডিজিটাল নিবন্ধন ব্যবস্থা চালু করেছে রাঙামাটি জেলা পুলিশ।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পর্যটন মৌসুমে যানজট নিয়ন্ত্রণ, অবৈধ পার্কিং রোধ, পরিবেশ সুরক্ষা এবং সামগ্রিক পর্যটন ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত হওয়ার পাশাপাশি পর্যটকদের ভোগান্তিও কমবে বলে আশা করা হচ্ছে।
রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নেতৃত্বে চালু হওয়া এই ব্যবস্থার আওতায় ট্যুরিস্ট বাসগুলোকে শহরে প্রবেশের আগে অথবা যাত্রা শুরুর পর www.obtbd.com ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে অনুমোদনের তথ্য জানানো হবে। একই সঙ্গে বাসগুলোকে নির্ধারিত টার্মিনাল ও পার্কিং ব্যবহারের নির্দেশনাও দেওয়া হবে।
ডিজিটাল নিবন্ধন ব্যবস্থার মাধ্যমে অপরিকল্পিত বাস প্রবেশ বন্ধ, যানজট হ্রাস এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে জানিয়েছে জেলা পুলিশ। পাশাপাশি চালকদের দক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে এবং যত্রতত্র পার্কিং ও ময়লা-আবর্জনা ফেলার মতো অনিয়ম রোধে কঠোর নজরদারি আরোপ করা হবে।
জেলা পুলিশের এই উদ্যোগকে রাঙামাটির পর্যটন ব্যবস্থাপনায় একটি সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।











