পরিবেশ রক্ষায় আলীকদমে যৌথবাহিনীর অভিযান; ডাম্পার, স্ক্যাভেটর আটক ও ৬ লাখ টাকা জরিমানা
মুহাম্মদ কামরুজ্জামান, লামা।
বান্দরবানের আলীকদম উপজেলায় অবৈধভাবে পাহাড় কেটে মাটি উত্তোলনের বিরুদ্ধে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে চারটি ডাম্পার ট্রাক ও একটি স্ক্যাভেটর জব্দ করা হয়। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে দুইজনকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়।
রবিবার (১৪ ডিসেম্বর) আলীকদম উপজেলার ১নং সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাহাড়তলী পাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। রাত আনুমানিক ১টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান চলে। আলীকদম সেনা জোনের ক্যাপ্টেন মো. হিবরুল উম্মা হামীম (৩১ বীর)-এর নেতৃত্বাধীন বিশেষ টহল দলের সঙ্গে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম। অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করেন।
মোবাইল কোর্টে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(চ) ধারায় অবৈধভাবে মাটি কাটার দায়ে স্ক্যাভেটর মালিক ও চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় মাটি ভর্তি তিনটি ডাম্পার গাড়ি (চট্টমেট্রো-য়-৩৮১, চট্টমেট্রো-অ-৩৬৯, চট্টমেট্রো-য়-৬১৭৭) এবং একটি স্ক্যাভেটর (রেজিস্ট্রেশন নং মৌলভীবাজার-ন-০০৯৭) জব্দ করা হয়। এছাড়াও একটি ডাম্পার ট্রাক আটক করা হয়। স্ক্যাভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুইজন ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে জব্দকৃত প্রতিটি গাড়ির মালিককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন স্ক্যাভেটর মালিক আব্দুর রহমান (৩৫), পানবাজার, আলীকদম এবং স্ক্যাভেটর চালক আরাফাত হোসেন (১৭), পূর্ব কলাওজান, লোহাগড়া, চট্টগ্রাম। অভিযান শেষে অভিযুক্ত ব্যক্তি এবং জব্দকৃত ডাম্পার ও স্ক্যাভেটর আলীকদম থানা হেফাজতে নেওয়া হয়। সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে অর্থদণ্ড পরিশোধ সাপেক্ষে যানবাহনগুলো অবমুক্ত করা হবে। আলীকদম জোনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধভাবে পাহাড় কাটা ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।











