ঢাকা | নভেম্বর ১৩, ২০২৪ - ৪:৩৮ পূর্বাহ্ন

পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় দুই মোটরসাইকেল সংঘর্ষ,  নিহত ৩

  • আপডেট: Sunday, November 3, 2024 - 7:47 pm

জাগো জনতা অনলাইন।। পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আরোহী নিহত হয়েছেন। আহত আরেকজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৩ নভেম্বর) রাত শোয়া ৯টার দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের টোল প্লাজা এলাকার শেখ রাসেল সেনানিবাসের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– পদ্মা দক্ষিণ থানাধীন ঢালী কান্দি গ্রামের দাদন ঢালীর ছেলে আরমান ঢালী, আলিম মাদবরের ছেলে খিদির মাদবর ও ফরাজি কান্দি গ্রামের রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজি।

দেখে মনে হয় বয়স ১২, আসলে ২২, করেন মাদক ব্যবসা
মা ইলিশ রক্ষা অভিযানে দুর্বৃত্তদের হামলা, আহত ৮
বিএনপি নেতার নামে ফেসবুকে জমি দখলের পোস্ট, প্রতিবাদে বিক্ষোভ

পুলিশ সূত্রে জানা যায়, পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকা থেকে টোল প্লাজার পাশের সড়ক দিয়ে শেখ রাসেল সেনানিবাস সড়কের দিকে যাওয়ার পথে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল দুটিতে থাকা চার ব্যক্তিই গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিন জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ফরাজি কান্দি গ্রামের এস্কান্দার আলী মাদবরের ছেলে সায়েম মাদবরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ঢাকা পোস্টকে বলেন, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।