ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৫ - ৭:১৪ অপরাহ্ন

শিরোনাম

পথচারীর সেলফিতে তারেক রহমান

  • আপডেট: Sunday, December 28, 2025 - 4:42 pm

জাগো জনতা অনলাইন।। সাধারণ মানুষের সঙ্গে বাংলাদেশের রাজনীতির শীর্ষ নেতাদের দূরত্ব একটি চিরচেনা চিত্র। কিন্তু সেই প্রথা ভেঙে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রাস্তায় প্রটোকল দেখে দাঁড়িয়ে যাওয়া এক সাধারণ পথচারীকে কাছে ডেকে নিয়ে ওই পথচারীর মোবাইল ফোনে সেলফি তুলে, ভিডিও করে ও কুশল বিনিময় করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন তারেক রহমান।

আরিফ হোসেন নামের ওই পথচারী তার ফেসবুক অ্যাকাউন্টে ওই সেলফি পোস্ট দিয়েছেন। আর সেই ছবি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

পোস্ট দেখে ধারণা করা যায়, সম্ভবত রাজধানীর ধানমণ্ডি লেকের কাছে গতকাল শনিবার সেলফিটি তোলা হয়েছিল।

আরিফ হোসেন কাজ শেষ করে বাসায় ফিরছিলেন। পথে নিরাপত্তা প্রটোকল দেখে কৌতুহলবশত দাঁড়িয়ে যান। তিনি জানতেন না এটি তারেক রহমানের গাড়ির বহর। মোবাইলের ক্যামেরা অন করে হাত নাড়াতে থাকা অবস্থায় তাকে দেখেন তারেক রহমান এবং তিনি গাড়ির ভেতর থেকে আরিফ হোসেনকে কাছে আসার ইশারা করেন।

 

প্রাথমিকভাবে নিরাপত্তারক্ষীরা বাধা দিলেও, তারেক রহমান পুনরায় ইশারা করলে আরিফ হোসেন গাড়ির কাছে যাওয়ার সুযোগ পান এবং তারেক রহমান হাসিমুখে আরিফ হোসেনের সঙ্গে সেলফিবন্দী হন।

আরিফ হোসেন তার ফেসবুক অ্যাকাউন্টে ওই ঘটনার আনন্দস্মৃতি তুলে ধরেন-

শুরুতেই স্পষ্ট করে বলতে চাই, আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক নই।

 

আজ আমার ব্যক্তিগত কিছু কাজ শেষ করে বাসায় ফেরার পথে রাস্তায় কিছু প্রটোকল দেখতে পাই এবং সে কারণে আমি থেমে যাই। তখন আমার জানা ছিল না যে এটি তারেক রহমানের প্রটোকল। কিছুক্ষণ পর দেখতে পাই তারেক রহমান সেখানে আসছেন। কৌতুহলবশত আমি ক্যামেরা অন করে তাদের দিকে হাত নাড়াতে থাকি।

 

ঠিক সেই মুহূর্তে লক্ষ্য করি, তিনি গাড়ির ভেতর থেকেই আমাকে তার কাছে আসার ইশারা করছেন। আমি তখন তার দেহরক্ষীদের জানাই যে তিনি নিজেই আমাকে ডাকছেন, কিন্তু তারা আমাকে যেতে দেননি। এরপর তারেক রহমান নিজেই স্পষ্টভাবে হাতের ইশারায় আমাকে ডেকে নেন।

 

আমি তার কাছে গিয়ে তার সঙ্গে সেলফি তুলি এবং ভিডিও করি। তিনি অত্যন্ত নম্র ও ভদ্রতার সঙ্গে আমার সাথে সেলফি ও ভিডিও করেন। পুরো ঘটনাটি আমার জন্য ছিল একেবারেই অনাকাঙ্ক্ষিত ও বিস্ময়কর। কারণ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন দৃষ্টান্ত খুবই বিরল যেখানে একজন রাজনৈতিক নেতা একজন অপরিচিত পথচারীকে এভাবে ডেকে নিয়ে কথা বলেন এবং কুশল বিনিময় করেন।

 

এমন নেতৃত্বই আমরা চাই যা ভবিষ্যতে বাংলাদেশে ফিরে আসুক।