পথচারীকে ধাক্কা দিয়ে পালাতে গিয়ে তিন মাইক্রোবাস ও এক প্রাইভেটকারে বাসের ধাক্কা
জাগো জনতা অনলাইন।। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা এক্সপ্রেসওয়েতে বাস ও প্রাইভেটকারসহ যাত্রীবাহী পাঁচটি যানের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার রাত পৌনে নয়টার দিকে এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় উদ্ধার কাজে অংশ নেওয়া পুলিশ ও ফায়ার সার্ভিস বলছে, যাত্রীবাহী সোহাগ পরিবহনের বাসের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে। আহত হালিমা বেগম (৬১) নামে এক নারী পথচারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের পরিচয় জানা যায়নি।
শুক্রবার (১ নভেম্বর) রাত পৌনে নয়টার দিকে এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া সেতু এলাকায় এই ঘটনা ঘটে।
দুর্ঘটনায় উদ্ধার কাজে অংশ নেওয়া পুলিশ ও ফায়ার সার্ভিস বলছে, যাত্রীবাহী সোহাগ পরিবহনের বাসের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে।
জানা যায়, রাতে সোহাগ পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে রাজধানী ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় কুচিয়ামোড়া সেতু এলাকায় যানজটে বেশ কিছু গাড়ি আটকে ছিল। পরে দ্রুত গতির ওই বাসটি আটকে থাকা তিনটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের চালক গুরুতর আহত হন। এ ঘটনায় এক্সপ্রেসওয়ের ৪ থেকে ৫ কিলোমিটার এলাকায় প্রায় আধা ঘণ্টা যানজট লেগেছিল।
হাসাড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে এক্সপ্রেসওয়ের যান চলাচল স্বাভাবিক করে। সোহাগ পরিবহনের বাসটি আটক করা হয়েছে এবং এর চালককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে উদ্ধার কাজ শেষ হয়েছে এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সহায়তায় ট্রাফিক ব্যবস্থা পুনরায় চালু করা হয়েছে।











