ঢাকা | নভেম্বর ১, ২০২৫ - ২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম

পতেঙ্গা সৈকত দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: মেয়র শাহাদাত

  • আপডেট: Friday, October 31, 2025 - 7:01 pm

নিজস্ব প্রতিবেদক।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রামের অমূল্য সম্পদ। বারবার সতর্ক করার পরও যারা সৈকত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (৩১ অক্টোবর) সী-বিচ এলাকায় সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান শেষে মেয়র বলেন, “পতেঙ্গা দেশের ও আন্তর্জাতিক পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ। তাই সৈকতকে সুশৃঙ্খল ও সুন্দর রাখা আমাদের সবার দায়িত্ব।”

মেয়র আরও বলেন, “সৈকতের ওয়াকওয়ে বা জনসাধারণের চলাচলের পথ দখল করে কেউ টেবিল-ছাতা বসিয়ে ব্যবসা করতে পারবে না। পর্যটকদের জোর করে খাবার খাওয়ানো বা অতিরিক্ত বিল চাপিয়ে দেওয়ার অভিযোগও আমরা পেয়েছি। সৈকতের সৌন্দর্য, সংস্কৃতি ও ভৌগোলিক অবস্থা রক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি জানান, সৈকতের পেছনের অংশে পর্যাপ্ত দোকান ও খাবারের ব্যবস্থা রয়েছে, তাই সৈকত এলাকায় স্থায়ী দোকান বা হোটেল গড়ে তোলা জনস্বার্থবিরোধী। “আমি দোকানদারদের সঙ্গে একাধিকবার কথা বলেছি। তারা একমত হয়েছেন যে বিচ জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এরপরও কেউ দখল করে রাখলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে,” বলেন মেয়র।

ডা. শাহাদাত হোসেন আরও জানান, জেলা প্রশাসন, সিডিএ, টুরিস্ট পুলিশসহ সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

এর আগে, মেয়র জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে আয়োজিত একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক দূষণ মোকাবেলায় সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পতেঙ্গা আমাদের সবচেয়ে বেশি পরিদর্শিত উপকূলীয় এলাকা। কিন্তু প্লাস্টিক দূষণ এর সৌন্দর্য ও জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি। আমরা এমন একটি সংস্কৃতি গড়ে তুলতে চাই, যেখানে প্রত্যেক দর্শনার্থী ও নাগরিক সৈকত পরিচ্ছন্ন রাখা এবং সাগরকে সুস্থ রাখার দায়িত্ব নেবে।”