ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৭:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম

পটিয়ায় যুবদল নেতা মোকাম্মেলসহ গ্রেপ্তার ৩

  • আপডেট: Saturday, September 27, 2025 - 3:36 pm

নিউজ ডেস্ক:

চট্টগ্রামের পটিয়ায় পুলিশ ও সেনাবাহিনীর পৃথক যৌথ অভিযানে চাঁদাবাজি ও অপহরণ মামলার প্রধান আসামি মোকাম্মেল হক তালুকদারসহ তিনজনকে গ্রেপ্তার করা

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার পূর্ব আশিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-মোকাম্মেল হক তালুকদার (৪৯), মো. আরাফাত (২৬) ও খাইরুল ইসলাম মুন্না (২৭)।

পুলিশ জানায়, চলতি বছরের ২৮ জুলাই পটিয়া থানায় অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি মোকাম্মেল হক তালুকদারকে পূর্ব আশিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সহযোগী মো. আরাফাতকেও গ্রেপ্তার করা হয়।

পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয় খাইরুল ইসলাম মুন্নাক। তার বিরুদ্ধে পটিয়া থানায় মামলা তদন্তাধীন রয়েছে।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, গ্রেপ্তার মোকাম্মেল হক তালুকদারের বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন অপরাধে ১৭টি মামলা বিচারাধীন রয়েছে। অন্যদিকে খাইরুল ইসলাম মুন্নার বিরুদ্ধে ২টি মামলা আদালতে চলছে। আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।