ঢাকা | ডিসেম্বর ৪, ২০২৫ - ১:৩৯ অপরাহ্ন

শিরোনাম

নোবিপ্রবির দুই বাসে আগুন

  • আপডেট: Thursday, December 4, 2025 - 12:56 pm

জাগো জনতা অনলাইন।। নোয়াখালী জেলা শহর মাইজদীর সোনাপুর বিআরটিসির ডিপোতে থাকা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষার্থীদের বহনকারী দুইটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাস দুটি পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম।

এর আগে বুধবার দিনগত রাত আড়াইটার দিকে সোনাপুর বিআরটিসির ডিপোতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো সোনাপুর বিআরটিসি ডিপোতে ২১টি বাস ছিল। রাত প্রায় আড়াইটার দিকে দুইটি বাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা সটকে পড়ে। তাৎক্ষণিক স্থানীয় এলাকাবাসী ও মাইজদী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে গুলবাহার’ ও ‘মালতি’ নামে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী দুটি বাসের ওপরের অংশ পুড়ে যায়। অন্য একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

সোনাপুর বিআরটিসি ডিপোর ম্যানেজার মো. আরিফুর রহমান তুষার জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে চলে আসি। খবর দেওয়া হলে সুধারাম ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত শেষে আগুন লাগার কারণ জানা যাবে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আগুন লাগার কারণ জানা যাবে। এ মুর্হূতে কিছু বলা যাচ্ছে না।