ঢাকা | অক্টোবর ২২, ২০২৫ - ৭:২৪ অপরাহ্ন

শিরোনাম

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ছয় ফিশিং ট্রলারসহ ১০৪ জেলে আটক

  • আপডেট: Wednesday, October 22, 2025 - 4:57 pm
স্টাফ রিপোর্টার, মোংলা।। ইলিশ প্রজনন মৌসুমে সরকারের জারি করা ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে মাছ ধরায় সময় ৬টি ফিশিং ট্রলারসহ ১০৪ জন জেলেকে আটক করেছে নৌবাহিনী।
সোমবার (২০ অক্টোবর ) গভীর সমুদ্র থেকে অভিযান চালিয়ে ৬টি ফিশিং ট্রলারসহ তাদের আটক করা হয়।
পরদিন মঙ্গলবার(২১অক্টোবর) বিকেলে আটক জেলেদের মোংলার দিগরাজ নৌঘাঁটিতে আনা হয়।
মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা চলাকালীন ইলিশ আহরণে সম্পূর্ণ নিষেধ থাকা সত্ত্বেও ৬টি ফিশিং ট্রলার গভীর সমুদ্রে ইলিশ ধরছিল। নৌবাহিনীর টহলদল তাদের আটক করে ট্রলারসহ উপকূলে নিয়ে আসে।
আটক জেলেরা মূলত বরগুনা, পাথরঘাটা, পটুয়াখালী, রাঙ্গাবালী ও মহিপুর এলাকার বাসিন্দা। আটক ট্রলারগুলোতে প্রায় ৪ মেট্রিক টন মাছ পাওয়া গেছে, যার অধিকাংশই ইলিশ। এসব মাছ বাগেরহাট, মোংলা, রামপাল, মোড়েলগঞ্জসহ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
মৎস্য কর্মকর্তা আরও জানান, আটক জেলেদের মানবিক বিবেচনায় ছেড়ে দেওয়া হবে, তবে ট্রলার মালিকদের বিরুদ্ধে আর্থিক জরিমানা আদায় করা হবে।”
উল্লেখ্য, মা ইলিশের প্রজনন নিশ্চিত করতে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সাগর ও নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সময়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।